Skip to main content

Prayers

বাধ্যতামূলক এবং ঐচ্ছিক নামাজ
আগে সুন্নাহ ফরজ পরে সুন্নাহ নফল বিতর
ফজর
যোহর
আসর
মাগরিব
এশা

Popular posts from this blog

নিজের শরীর কিভাবে বন্ধ করবেন।

১. ১ বার আয়াতুল কুরসি। ২. ১ বার সূরা ফালাক। ৩. ১ বার সূরা নাস। ৪. ১ বার পড়বেন  "Kullaiucibana illa ma khataballahu lana hua maolana wa alallahi fal yatawakkalil mu-minin" এর পর দুই হাতে ফুঁ দিয়ে পুরো শরীরে বুলিয়ে নিবেন। তাহলে শরীর বন্ধ হয়ে যাবে। অথবা একটা কাঠি দিয়ে নিজের চার পাশে গোল বৃত্ত টেনে নিবেন এবং তার ভিতর অবস্থান করবেন। قُلْ لَنْ يَّصِيْبَنَا اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَنَا - هُوَ مَوْلٰنَا وَ عَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ المُؤْمِنِيْنَ উচ্চরণ - ক্বুল লা য়ুছিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা - হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল্ ইয়াতাওয়াক্কালিল মু'মিনীন

আল্লাহর এই নাম টি ১বার পড়ুন! প্রকাশ্য ও গোপন দৌলতের মালিক হবেন ইনশাল্লাহ্!

এই দুআ টি সকাল সন্ধ্যা পাঠ করলে মহান আল্লাহ তাকে ৪ টি জিনিস দিবেন। ১। অভাব দূর করে দিবেন। ২।  কবরের ভয় থেকে মুক্তি পাবে। ৩।  প্রকাশ্য ও গোপনীয় দৌলত দান করবেন। ৪।  আল্লাহ তায়ালা আপনাকে জান্নাত দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন  দুআ টি প্রতিদিন ১০০ বার করে পাঠ করতে হবে।

তালি দিয়ে ঘর বন্ধ করার আমল

৩ বার আয়াতুল কুরসী পড়ে হাতে ফু দিয়ে ৩ বার তালি দিলে যতো  দূর পর্যন্ত শব্দ যাবে ততো দূর পর্যন্ত শয়তান জীন আস্তে পারবেনা। আর যতো দিনের নিয়ত করে তালি দেয়া হবে ততদিন আল্লাহর ইচ্ছায় ঘর বন্ধ থাকবে।