দোয়া কুনুত
ﺍَﻟﻠَّﻤُﻢَّ
ﺍِﻥَّ ﻧَﺴْﺘَﻌِﻴْﻨُﻚَ ﻭَﻧَﺴْﺘَﻐْﻔِﺮُﻙَ ﻭَﻧُﺆْﻣِﻦُ ﺑِﻚَ ﻭَﻧَﺘَﻮَﻛَّﻞُ ﻋَﻠَﻴْﻚَ
ﻭَﻧُﺜْﻨِﻰْ ﻋَﻠَﻴْﻚَ ﺍﻟْﺨَﻴْﺮَ ﻭَﻧَﺸْﻜُﺮُﻙَ ﻭَﻻَ ﻧَﻜْﻔُﺮُﻙَ ﻭَﻧَﺨْﻠَﻊُ ﻭَﻧَﺘْﺮُﻙُ
ﻣَﻦْ ﻳَّﻔْﺠُﺮُﻙَ - ﺍَﻝﻟَّﻬُﻢَّ ﺍِﻳَّﺎﻙَ ﻧَﻌْﺒُﺪُ ﻭَﻟَﻚَ ﻧُﺼَﻠِّﻰْ ﻭَﻧَﺴْﺠُﺪُ
ﻭَﺍِﻟَﻴْﻚَ ﻧَﺴْﻌَﻰ ﻭَﻧَﺤْﻔِﺪُ ﻭَﻧَﺮْﺟُﻮْ ﺭَﺣْﻤَﺘَﻚَ ﻭَﻧَﺨْﺸَﻰ ﻋَﺬَﺍﺑَﻚَ
ﺍِﻥَّ ﻋَﺬَﺍﺑَﻚَ ﺑِﺎﻟْﻜُﻔَّﺎﺭِ ﻣُﻠْﺤِﻖٌ
আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া নাসতাগ
ফিরুকা ওয়ানুমিনু
বিকা ওয়ানাতাওয়াক্কালু
আলাইকা ওয়া নুছনী আলাইকাল
খাইর । ওয়া নাসকুরুকা আলা নাক
ফুরুকা ওয়ানাখলাউ উয়ানাত রুকু
মাইয়্যাফযুরুকা ।
আল্লাহুম্মা ইয়্যাকানা বুদু
ওয়ালাকা নুছালি্ল ওয়া নাস জুদু
ওয়া ইলাইকা নাসয়া ওয়া নাহফিদু
ওয়া নারজু
রাহমাতাকা ওয়া নাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফফারি মূলহিক।
“Allah humma inna nasta-eenoka wa nastaghfiruka
wa nu’minu bika
wa na-tawa-kkalu alaika
wa nusni alaikal khair,
wa nashkuruka wala nakfuruka
wa nakhla-oo wa natruku mai yafjuruka,
Allah humma iyyaka na’budu wa laka nusalli
wa nasjudu wa ilaika nas aaa
wa nahfizu wa narju rahma taka
wa nakhshaa azaabaka inna azaabaka bil kuffari mulhikun”
অনুবাদ:
হে আল্লাহ! আমরা তোমার
নিকট সাহায্য
প্রার্থনা করিতেছি, তোমার
নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি,
তোমার ভরসা করিতেছি ।
তোমার নিকট
ক্ষমা ভিক্ষা করিতেছি, তোমার
উপর ঈমান আনিতেছি, তোমার
ভরসা করিতেছি তোমার গুণগান
করিতেছি এবং তোমারই
কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি ।
আমরা তোমাকে অস্বীকার
করি না । যাহারা তোমার হুকুম
অমান্য করে তাহাদের
সঙ্গে আমরা সংশ্রব সংসগ্র
পরিত্যাগ করি । হে আল্লাহ!
আমরা তোমারই ইবাদত করি,
তোমারই খেদমতে হাজির হই
এবং তোমার রহমতের আশা করি ও
তোমার শাস্তিকে ভয় করি । নিশ্চই
তোমার আজাব অবিশ্বাসিগণ
ভোগ করিবে ।