Skip to main content

Dua Qunoot

দোয়া কুনুত

ﺍَﻟﻠَّﻤُﻢَّ
ﺍِﻥَّ ﻧَﺴْﺘَﻌِﻴْﻨُﻚَ ﻭَﻧَﺴْﺘَﻐْﻔِﺮُﻙَ ﻭَﻧُﺆْﻣِﻦُ ﺑِﻚَ ﻭَﻧَﺘَﻮَﻛَّﻞُ ﻋَﻠَﻴْﻚَ
ﻭَﻧُﺜْﻨِﻰْ ﻋَﻠَﻴْﻚَ ﺍﻟْﺨَﻴْﺮَ ﻭَﻧَﺸْﻜُﺮُﻙَ ﻭَﻻَ ﻧَﻜْﻔُﺮُﻙَ ﻭَﻧَﺨْﻠَﻊُ ﻭَﻧَﺘْﺮُﻙُ
ﻣَﻦْ ﻳَّﻔْﺠُﺮُﻙَ - ﺍَﻝﻟَّﻬُﻢَّ ﺍِﻳَّﺎﻙَ ﻧَﻌْﺒُﺪُ ﻭَﻟَﻚَ ﻧُﺼَﻠِّﻰْ ﻭَﻧَﺴْﺠُﺪُ
ﻭَﺍِﻟَﻴْﻚَ ﻧَﺴْﻌَﻰ ﻭَﻧَﺤْﻔِﺪُ ﻭَﻧَﺮْﺟُﻮْ ﺭَﺣْﻤَﺘَﻚَ ﻭَﻧَﺨْﺸَﻰ ﻋَﺬَﺍﺑَﻚَ
ﺍِﻥَّ ﻋَﺬَﺍﺑَﻚَ ﺑِﺎﻟْﻜُﻔَّﺎﺭِ ﻣُﻠْﺤِﻖٌ

উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া নাসতাগ
ফিরুকা ওয়ানুমিনু
বিকা ওয়ানাতাওয়াক্কালু
আলাইকা ওয়া নুছনী আলাইকাল
খাইর । ওয়া নাসকুরুকা আলা নাক
ফুরুকা ওয়ানাখলাউ উয়ানাত রুকু
মাইয়্যাফযুরুকা ।
আল্লাহুম্মা ইয়্যাকানা বুদু
ওয়ালাকা নুছালি্ল ওয়া নাস জুদু
ওয়া ইলাইকা নাসয়া ওয়া নাহফিদু
ওয়া নারজু
রাহমাতাকা ওয়া নাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফফারি মূলহিক।

“Allah humma inna nasta-eenoka wa nastaghfiruka
 wa nu’minu bika
 wa na-tawa-kkalu alaika
wa nusni alaikal khair,
wa nashkuruka wala nakfuruka
wa nakhla-oo wa natruku mai yafjuruka,
Allah humma iyyaka na’budu wa laka nusalli
wa nasjudu wa ilaika nas aaa
 wa nahfizu wa narju rahma taka
wa nakhshaa azaabaka inna azaabaka bil kuffari mulhikun”

অনুবাদ: 
হে আল্লাহ! আমরা তোমার
নিকট সাহায্য
প্রার্থনা করিতেছি, তোমার
নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি,
তোমার ভরসা করিতেছি ।
তোমার নিকট
ক্ষমা ভিক্ষা করিতেছি, তোমার
উপর ঈমান আনিতেছি, তোমার
ভরসা করিতেছি তোমার গুণগান
করিতেছি এবং তোমারই
কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি ।
আমরা তোমাকে অস্বীকার
করি না । যাহারা তোমার হুকুম
অমান্য করে তাহাদের
সঙ্গে আমরা সংশ্রব সংসগ্র
পরিত্যাগ করি । হে আল্লাহ!
আমরা তোমারই ইবাদত করি,
তোমারই খেদমতে হাজির হই
এবং তোমার রহমতের আশা করি ও
তোমার শাস্তিকে ভয় করি । নিশ্চই
তোমার আজাব অবিশ্বাসিগণ
ভোগ করিবে ।

Popular posts from this blog

নিজের শরীর কিভাবে বন্ধ করবেন।

১. ১ বার আয়াতুল কুরসি। ২. ১ বার সূরা ফালাক। ৩. ১ বার সূরা নাস। ৪. ১ বার পড়বেন  "Kullaiucibana illa ma khataballahu lana hua maolana wa alallahi fal yatawakkalil mu-minin" এর পর দুই হাতে ফুঁ দিয়ে পুরো শরীরে বুলিয়ে নিবেন। তাহলে শরীর বন্ধ হয়ে যাবে। অথবা একটা কাঠি দিয়ে নিজের চার পাশে গোল বৃত্ত টেনে নিবেন এবং তার ভিতর অবস্থান করবেন। قُلْ لَنْ يَّصِيْبَنَا اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَنَا - هُوَ مَوْلٰنَا وَ عَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ المُؤْمِنِيْنَ উচ্চরণ - ক্বুল লা য়ুছিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা - হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল্ ইয়াতাওয়াক্কালিল মু'মিনীন

আল্লাহর এই নাম টি ১বার পড়ুন! প্রকাশ্য ও গোপন দৌলতের মালিক হবেন ইনশাল্লাহ্!

এই দুআ টি সকাল সন্ধ্যা পাঠ করলে মহান আল্লাহ তাকে ৪ টি জিনিস দিবেন। ১। অভাব দূর করে দিবেন। ২।  কবরের ভয় থেকে মুক্তি পাবে। ৩।  প্রকাশ্য ও গোপনীয় দৌলত দান করবেন। ৪।  আল্লাহ তায়ালা আপনাকে জান্নাত দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন  দুআ টি প্রতিদিন ১০০ বার করে পাঠ করতে হবে।

তালি দিয়ে ঘর বন্ধ করার আমল

৩ বার আয়াতুল কুরসী পড়ে হাতে ফু দিয়ে ৩ বার তালি দিলে যতো  দূর পর্যন্ত শব্দ যাবে ততো দূর পর্যন্ত শয়তান জীন আস্তে পারবেনা। আর যতো দিনের নিয়ত করে তালি দেয়া হবে ততদিন আল্লাহর ইচ্ছায় ঘর বন্ধ থাকবে।